বাম বিজেপি কংগ্রেসকে তুলোধনা পার্থ চট্টোপাধ্যায়ের

Spread the love

রফিকুল জামাদার (রিপোর্টার) –
আগামীকাল বনধ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,
আগামীকাল জগাই-মাদাই-বিধাই সিপিএম বা বাম কংগ্রেস এবং বিজেপি মিলে যে বনধের ডাক দিয়েছেন তা এক কথায় বামেরা যে প্রতি বছর ঘটা করে পালন করতেন তার বিরুদ্ধে মমতা বলেছেন মানুষ জানতে পারে না কেনো বন্ধ, আর্থিক ক্ষতি তে বাংলাকে ফেলার চেষ্টা করছেন।
আমরা কোনো সহকর্মীকে প্রোরোচনার পথে না গিয়ে স্কুল খোলা থাকবে। যান খোলা থাকবে। মানুষ দৈনন্দিন জীবনের কাজ করতে পারবেন। বন্ধ রাজনৈতিক প্রসূত। তারা যখন দেখছে মমতা উন্নয়নকে আস্থা জোগাচ্ছে তারা বিচ্ছিন্ন হচ্ছেন তখন তারা বন্ধের পথ বেছে নিচ্ছেন।
কাল সব কিছু অব্যাহত রাখতে বন্ধকে উপেক্ষা করে তারা কাজে আসবেন। এই বন্ধ যখন অন্য রাজ্যের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে তখন তারা এই বন্ধ ডেকে জনজীবন বিপন্ন করার চেষ্টাকে রুখে দাঁড়াবেন।
হাইকোর্ট এর বিষয় নিয়ে কোনো মন্তব্য নয়। বিচারকের প্রতি আস্থা আছে। যারা উল্লসিত হওয়ার বদলে তাদের দুঃখের দিন আসবে। যখন দেখবেন মানুষ তাদের পক্ষে নেই। সাংগঠনিক শক্তি যাদের নেই তাদের উল্লাস থেকে তাদের সরে আসতে হবে।
ভোট হলে দেখা যাবে তাদের সংগঠন নেই। সরকার এই বন্ধের বিরোধিতা করবে। সরকার সহযোগিতা করবেন।
বিজেপি তথ্য গোপন প্রসঙ্গে বললেন, নির্লজ্জ, দুকান কাটা দল।
অধীর প্রসঙ্গে বললেন, যার যার কাছে যান। আমরা মানুষের পাশে থাকবো। সবাইকে নামিয়ে দিক না। ছাত্রদেরও নামিয়ে দিয়েছে। যারা পরিচিত মুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*