দিনে দিনে ক্রমাগত বেড়ে ওঠা সাইবার অপরাধ রুখতে নয়া তৎপরতা নিল রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তর। এজন্য রাজ্য সরকার উৎসাহিত করছে নতুন ‘ডেটা বেস’ ‘ব্লক চেন টেকনোলজি’র ব্যবহার। ডিসেম্বর মাস থেকেই রাজারহাট ও সল্টলেক সেক্টর ৫ থেকেই ‘ব্লক চেন টেকনোলজি’ ব্যবহার করবে রাজ্য সরকারের নতুন সংস্থা ‘সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সসেলেন্স’।
তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব বলেন, ‘ব্লক চেন টেকনোলজি এমন একটি ডেটাবেস যাতে একবার কোনও একটি তথ্য এন্ট্রি করলে তা পরিবর্তন করা যায় না। যদি কেউ করে থাকে তাহলে একসঙ্গে লক্ষাধিক কম্পিউটারে সেই পরিবর্তন দেখা যাবে। তাই, সব দিক থেকে এটি সুরক্ষিত। তিনি আরও বলেন, জমি নথিভুক্তকরণের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবা হচ্ছে। যাতে কেউ এক জমি একাধিকবার বিক্রয় না করতে পারেন। ইতিমধ্যেই বেশ কিছু শপিং মল ও বিদেশী ব্যাঙ্কে এই প্রযুক্তি চালু হয়েছে।
তবে আমাদের সকলকে এই প্রযুক্তি ব্যবহারের জন্য সতর্ক থাকতে হবে বিভিন্ন জায়গায় ওয়াই ফাই ব্যবহারের ওপর। তাই, ‘ডিজিটাল পেমেন্ট সিকিউরিটি অ্যাওয়্যারনেস’ কোর্সও চালু করা হচ্ছে।
Be the first to comment