সাতসকালে কি টুইট করলেন শরদ পাওয়ার?? দেখে নিন

Spread the love

এনসিপি-র সব বিধায়কের সমর্থন কি রয়েছে অজিত পাওয়ারের সঙ্গে। মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য ১৪৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপি-র ১০৫ টি আসনে জিতেছে। আরও চল্লিশ বিধায়কের সমর্থন তাদের প্রয়োজন। অন্যদিকে এনসিপি ৫৪ টি আসনে জিতেছে। অজিত পাওয়ার যদি এনসিপি দলেই ভাঙন ধরাতে চান, তা হলে অন্তত দলের দুই তৃতীয়াংশ তথা ৩৬ জন বিধায়ক তাঁর সঙ্গে থাকা দরকার। ফলে অনেকেই মনে করছেন যে নাটকের এখনও শেষ হয়নি।

আজ সকালে টুইট করে শরদ পাওয়ার লিখেছেন, “মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপিকে সমর্থন করা অজিত পাওয়ারের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে এনসিপির কোনও যোগ নেই। আমরা ওঁর এই সিদ্ধান্তকে কোনওভাবেই সমর্থন করছি না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*