NRC-র প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এ ব্যাপারে দেশজুড়ে গণভোট চাওয়া হোক। রাষ্ট্রপুঞ্জের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দিয়ে তা সংগঠিত করা হোক সেই নির্বাচন’।
তা নিয়ে তখনই প্রতিক্রিয়া জানান রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ সকাল থেকেই ফের তা নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল। টুইট করে রাজ্যপাল বলেন, “বাইরের হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অসাংবিধানিক পথে হাঁটছেন তা দেখে আমি গভীর ভাবে মর্মাহত। এর ফলে দেশের গণতান্ত্রিক বাতাবরণের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”
Be the first to comment