সারপ্রাইজ ভিজিটে মহানগরের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

করোনা মোকাবিলায় কতটা তৈরি কলকাতার হাসপাতাল গুলি, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার সারপ্রাইজ ভিজিটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কলকাতার হাসপাতালগুলি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় কিভাবে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা, কথা বলে জেনে নিলেন হাসপাতালের সুপার, ডেপুটি সুপারদের কাছ থেকে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, কলকাতার পুলিশ কমিশনার।

নবান্ন থেকে বেরিয়ে এদিন সোজা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সুপার ও অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। আইসোলেশন ওয়ার্ড সহ করোনা পরিস্থিতি মোকাবিলায় হাসপাতলে আরো কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জেনে নেন কতৃপক্ষের কাছ থেকে.করোনা। মোকাবিলায় কতটা প্রস্তুত আর জি কর, কথা বলে তাও জেনে নেন মুখ্যমন্ত্রী।

আরজিকর থেকে বেরিয়ে তিনি পৌঁছন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতাল সুপার, ডেপুটি সুপার, অধ্যক্ষ ও অন্য স্বাস্থ্য কর্মীদের জন্য মাছ ও স্যানিটাইজার দেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় দিনরাত এক করে কাজ করার জন্য স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি সব রকম পরিস্থিতির জন্য স্বাস্থ্যকর্মীদের তৈরি থাকতে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মেডিকেল কলেজ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন এনআরএসে। সেখানেও অধ্যক্ষ ও হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন তিনি। এনআরএস এর প্রতিটি স্বাস্থ্যকর্মীকে করোনা মোকাবিলায় কাজ করার জন্য কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যকর্মীদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এন আর এস থেকে বেরিয়ে সোজা তিনি চলে যান এসএসকেএম-এ। করোনা মোকাবিলায় কতটা তৈরি রাজ্যের সুপার মাল্টিস্পেশালিটি হাসপাতাল, তা জানতে কথা বলেন হাসপাতাল সুপার ডেপুটি সুপার মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে। আইসোলেশন ওয়ার্ড, করোনা পরীক্ষার কিট সহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম কতটা মজুদ রয়েছে তা জেনে নেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। করোনা মোকাবিলায় রাজ্যের তরফে আরো কি কি সুবিধা প্রয়োজন তাও তিনি জানতে চান স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে. স্বাস্থ্যকর্মীরাও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আরও যা যা প্রয়োজন সবটাই জানান মুখ্যমন্ত্রীকে।

রাজ্যজুড়ে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে মারণ করোনা। পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে দেখেই মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রাজ্যজুড়ে লকডাউন বাংলা গান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৩১ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সাবধানতা অবলম্বন করে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের তরফে হাসপাতালগুলিকে সব রকমের সাহায্য করা হবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এসএসকেএমের পর মুখ্যমন্ত্রী পৌঁছান রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে। ইতিমধ্যেই রাজারহাটের ক্যান্সার হাসপাতালে নয়া ইউনিট চালু করেছে রাজ্য সরকার। কিভাবে সেখানে করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন রাখার ব্যবস্থা হচ্ছে, হাসপাতালের আধিকারিকদের কাছ থেকে তা জেনে নেন মুখ্যমন্ত্রী। কোয়ারেন্টাইন সেন্টারের আধিকারিকদের হাতেও মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন ভিডিও!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/501115884101171/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/250880055950827/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/168385287508259/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/542018456443120/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1507098996116289/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/227871165249587/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/140964637337306/

দেখুন ছবি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*