প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে আমার লজ্জা করে আজকাল, ধিক্কার দিতে ইচ্ছে হয়। শূন্য কলসির আওয়াজ বেশি। এই সার্কিট বেঞ্চ কলকাতা হাইকোর্টের, এখানে হাই কোর্টের কেউ উপস্থিত ছিলেন? না ওরা রাজ্য সরকারকে কিছু জানিয়েছে না কলকাতা হাইকোর্টকে। একটা পয়সাও খরচ করেনি কেন্দ্র। এখানে রাজ্য সরকার ৩০০ কোটি টাকা খরচ করেছে, জমিও পরিকাঠামো রাজ্য সরকারের। রাজ্য সরকার হাইকোর্টের সঙ্গে কথা বলে এই কাজ শেষ করেছে। ৪ মাস আগে এটি উদ্বোধনের তারিখ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তাঁর ও আমার উপস্থিতিতে এটি করার কথা ছিল। নোটিফিকেশন বাকি ছিল কিন্তু ওরা সেটা দেয়নি। আজ এমন কি ঘটল? রাজ্য সরকার নেই, হাইকোর্টের কেউ নেই অর্থ্যাৎ বরও নেই কনেও নেই শুধু নির্বাচনী ব্যান্ড পার্টি ভাড়া করে আনা হয়েছে ড্রাম বাজানোর জন্য। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে। উনি লোক দেখানো কাজ করে গেলেন। গাঁয়ে মানে না আপনি মোড়ল, নির্বাচনের আগে রাজনীতি করতে আসে।
Be the first to comment