চিরন্তন ব্যানার্জি:-
আরজি করের নারকীয় হত্যা কাণ্ডের ঘটনায় হাই কোর্টে নির্দেশে ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। আর দু’দিনের মাথায় আজ বৃহস্পতিবার হাসপাতালের পালমোনারি মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করল সিবিআই। পাশাপাশি হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের এক মহিলা অধ্যাপকও বৃহস্পতিবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে সিজিওতে যান। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে সিজিওতে পৌঁছাতে দেখা যায় টালা থানার অফিসার ইন-চার্জকেও।
এছাড়াও আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন আধিকারিক সহ চার জন চিকিৎসক পড়ুয়াদেরও ডাকা হয় সিজিওতে।
সূত্রের খবর, মহিলা চিকিৎসককে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সম্বন্ধে তাঁরা কে কী জানেন, কী ভাবে ঘটনার খবর পেলেন, ঘটনার দিন কে কোথায় ছিলেন, সেই সংক্রান্ত বয়ান রেকর্ড করতেই ডাকে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি চার জন চিকিৎসক পড়ুয়াদেরও বয়ানও রেকর্ড করা হচ্ছে।
ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক সিবিআই তলব প্রসঙ্গে বলেন, ‘‘আমাকে ডাকা হয়েছিল। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। যা যা জিজ্ঞাসা করা হয়েছে, জানিয়েছি।’’
উল্লেখ্য, আরজি কর হাসপাতালের নির্যাতিতার সোদপুরের বাড়িতেও গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। সূত্রের খবর, আরজি করের ঘটনায় আরও তিন জনকে তলব করল সিবিআই।
Be the first to comment