প্ল্যান রেডি। এবার শুধুমাত্র সিলমোহর পড়ার অপেক্ষা। রাহুল গান্ধী কবে কংগ্রেস সভাপতি হবেন, এনিয়ে দলীয় নেতা-কর্মীদের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল। তবে জানা যাচ্ছে আর দেরী নয়। সোমবারই রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি হওয়ার দিনক্ষণ জানিয়ে দিতে পারে কংগ্রেস। সোমবার, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। আর সেই বৈঠকেই রাহুলের সভাপতি হওয়ার বিষয়ে আলোচনা হবে বলে খবর। প্রসঙ্গত, আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সোনিয়া গান্ধীই এই বৈঠকের নেতৃত্ব দেবেন। ২৫ জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে রাহুলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কংগ্রেস সূত্রে খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে পারেন রাহুল গান্ধী। অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, মনোনয়ন পেশ করার শেষ দিন পয়লা ডিসেম্বর। আর পয়লা ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হতে পারেন বর্তমান কংগ্রেস সহ সভাপতি।
গুজরাট বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে কংগ্রেস। আগামী ৯ ডিসেম্বর গুজরাট বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। আর তার আগেই রাহুলের অভিষেক সেরে নিতে চায় দলের একটি বড় অংশ।
Be the first to comment