শ্রদ্ধা ও ভালোবাসায় মনে রাখব তাঁকে। সোমেন মিত্রর মৃত্যুতে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি সোমেন মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যসভার সাংসদ কে সি বেণুগোপাল, মণিপুরের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গৈখংগম-সহ আরও অনেকে। দিল্লি কংগ্রেসের টুইটার পেজ থেকে সমবেদনা জানানো হয়েছে।
রাত ১টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সোমেন মিত্রর। বয়স হয়েছিল ৭৮ বছর। ১৪ দিন ধরে কিডনির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷
গত কয়েকদিনে পরিস্থিতির অবনতি হয়। চারদিন ধরে নিয়মিত ডায়ালিসিস চলছিল। গতকালই তাঁকে প্লাজমা দেওয়া হয়। গতকাল বিকেলে হাসপাতালের ওয়ার্ডে কিছুক্ষণ হাঁটাচলাও করেন। আত্মীয়দের সঙ্গে কথা বলেন ৷ রাতে স্বাভাবিক খাবার খান। কিন্তু, এরপরই অসুস্থ হয়ে পড়েন ৷ গভীর রাতে তাঁর মৃত্যু হয় ৷
শোকপ্রকাশ করে টুইট করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, এই কঠিন সময়ে সোমেন মিত্রর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা। তাঁদের পাশে আছি। সোমেন মিত্রকে আমরা শ্রদ্ধা এবং ভালোবাসায় মনে রাখব।
Be the first to comment