সোশ্যাল মিডিয়ায় বিজয়ার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ

Spread the love
 পুজো প্রায় শেষ। দিকে দিকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো। পিছিয়ে থাকলেন না ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তবে চমক দিলেন তাঁর শুভেচ্ছা জানানোর পদ্ধতিতে। পরিষ্কার বাংলাতে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি।
শুক্রবার সকালে রাষ্ট্রপতির ফেসবুক পেজে দুর্গা পুজো ও বিজয়া দশমীর শুভেচ্ছা দেশবাসীকে জানিয়েছেন তিনি। পরিষ্কার বাংলাতেই লেখা হয়েছে সেই শুভেচ্ছা বার্তা। সেখানে বাংলাতেই লেখা রয়েছে, ‘‘দুর্গা পুজা ও বিজয়া দশমী উপলক্ষে সকল দেশবাসীকে জানাই দশেরার অভিনন্দন এবং শুভ বিজয়া।’’
শুধু শুভেচ্ছা জানানোই নয়, কেন এই উৎসব আমরা পালন করে থাকি তার ব্যাখ্যাও রাষ্ট্রপতির পোস্টে লেখা রয়েছে। রাষ্ট্রপতি লিখেছেন, ‘‘এই উৎসব অশুভের উপর শুভশক্তির বিজয়ের প্রতীক।’’ দেশবাসীর জন্য সুখশান্তির প্রার্থনাও করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তিনি লিখেছেন, ‘‘এই দিন আমাদের পরিবার ও সমাজে সুখশান্তি নিয়ে আসুক এই প্রার্থনা করি।’’
প্রত্যেক বছরেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি দুর্গা পুজো ও দশহরা উপলক্ষ্যে শুভেচ্ছা জানান দেশবাসীকে। কিন্তু এ বছর নিখাদ বাংলাতে শুভেচ্ছা জানিয়ে আপামর বাঙালির প্রশংসা কুড়িয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*