স্ত্রীর হয়ে প্রচারে গিয়ে অশালীন মন্তব্য বিজেপি কাউন্সিলরের

Spread the love

স্ত্রী বিজেপি প্রার্থী আর তাঁর হয়ে মুসলিমদের কাছে ভোট চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বিজেপি কাউন্সিলর রজনীত কুমার শ্রীবাস্তব তাঁর স্ত্রী শশী শ্রীবাস্তবের হয়ে প্রচার করতে যান। প্রচারসভায় বিজেপির এই কাউন্সিলর বলেন, এটা সমাজবাদী পার্টির সরকার নয়। এখানে আপনাদের কোনও নেতা কিছু করতে পারবে না। এখন বিজেপিতে আপনাদের স্বার্থ দেখার কেউ নেই। আপনারা বাছবিচার না করে আমাদের প্রার্থীর জয়ে সাহায্য না করলে, সমাজবাদী পার্টি আপনাদের বাঁচাতে আসবে না। বিজেপি ক্ষমতায় রয়েছে। আগে যেসব সমস্যা, বিপদ আসেনি, এবার তার সামনে পড়তে হবে। তাই মুসলিমদের বলছি, আমাদের ভোট দিন। ভিক্ষা চাইছি না। আমাদের ভোট দিলে শান্তিতে থাকবেন, নয়তো তার ফল টের পাবেন।

রজনীত কুমার শ্রীবাস্তবের এমন বক্তব্য চলাকালীন তাঁর পাশেই বসেছিলেন যোগী আদিত্যনাথ সরকারের দুই মন্ত্রী দারা সিংহ চৌহান ও রমাপতি শাস্ত্রী। সবাইকেই ডোন্ট কেয়ার করে বুক ফুলিয়ে স্ত্রীর হয়ে প্রচার করে গেলেন উত্তরপ্রদেশের বিজেপি কাউন্সিলর রঞ্জিত। বরাবাঁকির বিজেপি প্রার্থী শশী শ্রীবাস্তব। বরাবাঁকি মহিলা সংরক্ষিত হওয়ায় এবার রঞ্জিতের স্ত্রীকে সেখানে প্রার্থী করেছে বিজেপি। শুক্রবারের এই বিস্ফোরক মন্তব্যের জেরে উঠেছে সমালোচনার ঝড়। অনুষ্ঠানে উপস্থিত বরাবাঁকির ভারপ্রাপ্ত মন্ত্রী, দারা সিংহ চৌহান। তিনি বলেন এই মন্তব্যকে কখনোই সমর্থণ করেন না তিনি। বিষয়টি দল খতিয়ে দেখছে বলে জানান তিনি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*