স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ED-এর নোটিশ, ক্ষুব্ধ মমতা

Spread the love

ভোটমুখী বাংলায় এবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠাল ED। যে ঘটনায় ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিবকে ED-র নোটিশ পাঠানোর কথা জানান মমতাই।

এদিন বাঁকুড়ার শালতোড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘স্বরাষ্ট্রসচিবকে কিছুক্ষণ আগে নোটিশ পাঠানো হয়েছে। কেন সরকারি কর্মচারিদের হেনস্থা করা হবে, কেন রাজনৈতিক কর্মীদের হেনস্থা করা হবে? তবে কোন ঘটনায় হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়। কী কারণেই বা নোটিশ পাঠানো হল, তা এখনও জানা যায়নি।

এদিন শাহকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হোম মিনিস্টার দেশ চালাবেন। তা না করে কলকাতায় বসে চক্রান্ত করছেন, কোথায় কাকে গ্রেফতার করা হবে। শিল্পপতিদের ঘরে ঘরে রেইড করা হচ্ছে। কী ভাবেন অমিত শাহ নিজেকে?’ তাঁর অভিযোগ, নন্দীগ্রামের আন্দোলনকারীদের বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে দেখতে বলব, কেন এই সময় সরকারি আধিকারিক, রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হচ্ছে। রাজ্যের প্রতিদিনের কাজেও হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

উল্লেখ্য, ভোটের মুখে শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে CBI। আইকোর চিটফান্ড মামলায় পার্থকে তলব করা হয়েছে বলে CBI সূত্রে জানা যায়। নির্বাচনের মুখে ইডি-র নোটিশের মুখে মদন মিত্রও। সারদাকাণ্ডে ২ হাজার ৪৫৯ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে ইডি। বিধানসভা ভোটে কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মদন মিত্র। সম্প্রতি সারদাকাণ্ডে কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*