শনিবার সকাল থেকেই ঠান্ডা যেন একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটাই। জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর অবস্থা আরও খারাপ। ইতিমধ্যেই মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক পশ্চিমাঞ্চলের জেলায় পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কোথা কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৮ ডিগ্রিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনও কনকনে ঠান্ডায় কাঁপতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে। শনিবার সকালে দিকে ঘন কুয়াশার দাপটও ছিল। যার জেরে কলকাতা বিমানবন্দর থেকে বাতিল হয় একধিক উড়ান। দেরিতে চলে বেশ কিছু ট্রেনও। রবিবারও একই ছবি দেখা গিয়েছে।
Be the first to comment