রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র গড়ে উঠবে। গ্রামীণ অঞ্চলে হৃদরোগে মৃত্যুর সংখ্যা কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। হার্ট অ্যাটাক হলে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে না পারলে অনেক সময়ই প্রাণ সংশয় হয়। প্রত্যন্ত এলাকাগুলি থেকে হাসপাতাল যেতেও অনেকটা সময় লাগে। তাই এবার সেই সমস্যা মেটাতেই গ্রামীণ এলাকা হৃদরোগের চিকিৎসা কেন্দ্র খুলতে চায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
ইতিমধ্যে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প শুরু করা হচ্ছে। এই প্রকল্পের সাফল্যের ভিত্তিতে বাকি জেলাগুলোতেও এই চিকিৎসাকেন্দ্র গড়া হবে বলে জানা গিয়েছে।
Be the first to comment