করোনার জেরে মার্চ থেকেই বন্ধ আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন। কদিন আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, নভেম্বর মাস থেকে শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস।
সেই নিয়েই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এক নতুন গাইডলাইন প্রকাশ করল ইউজিসি। আট দফার এই গাইডলাইন। সেখানে বলা হয়েছে ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের পড়ুয়াদের পঠন পাঠনের ক্ষতি কমানোর জন্য যদি কলেজ ও বিশ্ববিদ্যালয় চায়, তাহলে সপ্তাহে ৬ দিন ক্লাস নিতে পারে। সেখানে বলা রয়েছে, পয়লা নভেম্বর থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম বর্ষ বা প্রথম সেমেস্টারের ক্লাস শুরু করতে হবে। কিন্তু কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে যদি ফলপ্রকাশ বা ভর্তি প্রক্রিয়ায় কিছুটা দেরি হয় তাহলে ক্লাস ১৮ নভেম্বরের পরে শুরু হতে পারে।
তবে ইউজিসি জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে স্বাস্থ্যবিধি বলে দেওয়া হয়েছে সেগুলি মেনেই ক্লাস হবে। যদি কিছু রদবদল করতে চায় তাহলে সেটির অনুমতি ইউজিসির থেকে নিতে হবে।
Be the first to comment