কালিঘাটের অফিসে ২৭শে মার্চ ২০১৯-এর ইস্তেহার প্রকাশ করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ৩১ তারিখ আমি তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর সমর্থনে ভাইজাক যাচ্ছি। ৪ এপ্রিল থেকে ১৭ই মে সারা রাজ্য জুড়ে ১০০টি সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরমধ্যে আসামেও যাবেন।
এদিন এক প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ২০১৪ সালের লোকসভা থেকে ২০১৬ সালের বিধানসভা বা তারও আগের ভোটে ইস্তেহারে যা যা দিয়েছিলাম তার ৯৯% কাজ সম্পূর্ণ করেছি৷ তিনি বলেন কাশ্মীরে শান্তি ফিরে আসবে নতুন সরকার তা করবে। তা কিভাবে হবে জানতে চাইলে তিনি বলেন আমি জঙ্গলমহল ও পাহাড়ে শান্তি এনেছি, কাশ্মীরের শান্তির জন্য আমি থাকব মানুষকে কনফিডেন্সে রেখে সংশ্লিষ্ট মানুষদের সাথে আলোচনা করে কাশ্মীর সমস্যা সমাধান হতে পারে৷
রাহুল গান্ধী চাঁচোলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা বলেছেন সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন রাহুল যা বলেছে সেটা তার কথা ও ছোট ছেলে ওর যা ইচ্ছে হয়েছে বলেছে।
আবারও নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, মোদীর গদি যাচ্ছেই। ভয় দেখানো চলছে আমরা এখন যেমন তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করলাম তেমন ইউনাইটেড ইন্ডিয়ার কমন মিনিয়াম প্রোগামের জন্য অপেক্ষা করছি৷
কে কে শর্মাকে স্পেশাল পুলিশ অবজার্ভার করার বিষয়ে তিনি বলেন, একজন আর এসএসের লোক কি করে অবজার্ভার হয়?
নরেন্দ্র মোদী নামের আগে চৌকিদার লেখার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমি আসল চৌকিদারদের সম্মান জানাই কিন্তু এই ভন্ড চৌকিদারদের ধিক্কার জানাই।
আডবানীর মতো সিনিয়ার নেতাদের সম্মান না দেওয়ায় গতকালও তিনি প্রতিবাদ করেছিলেন আজও করলেন। তাঁদেরকে প্রার্থী না করা প্রচারে না ডাকা এগুলোর তিনি প্রতিবাদ করেন। তিনি বলেন আমি আডবানীজিকে ফোন করেছি।
তিনি আবারও বলেন সবধর্ম আমাদের দেশে সসম্মানে পালিত হয়। এখানে দুর্গাপূজা হয়, লক্ষীপুজো, ঈদ সব ধর্মের আচার অনুষ্ঠান বাংলায় সমানভাবে পালিত হয়৷ প্রধানমন্ত্রীর কাজ হলো তিনি পাবলিসিটির জন্য সব করেন আর অর্থমন্ত্রী নোটবন্দীর সময় কোথায় ছিলেন এখন তিনি নানারকম কথা বলছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে একটা ডিবেট হোক। মোদী বনাম বিরোধী নেতা এরা আমার চ্যালেঞ্জ নয় এক সামান্য মানুষ হিসাবে এটা আমি চাই। তিনি হিসেব দেখিয়ে দেখেন মোদীর গদি ছাড়তেই হবে।
[category: লোকসভার লড়াই ]
Be the first to comment