আজ নন্দীগ্রামের তেখালির বকুলনগর স্কুলে শুভেন্দু অধিকারী পরিচালিত শহীদ সভা। নন্দীগ্রাম আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাঁদের নামের স্লোগান দেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন দিবেন্দু অধিকারী, ফিরোজা বিবি সহ অনেকেই।
তিনি বলেন, “১৩ বছর পর নন্দীগ্রামকে মনে পড়ল? ভোটের আগে আসছেন ভোটের পরে আসবেন তো?” নাম না করে শুভেন্দুর এই মন্তব্যই বাড়িয়েছে জল্পনা। তিনি আরোও বলেন, আমি এই পবিত্র মঞ্চে রাজনীতি করবনা। স্লোগান দেন ভারতমাতা জিন্দাবাদ বলে। এছাড়াও তিনি বলেন- আমার চলার পথে কোথায় চরাই-উতরাই?
তবে শুভেন্দুর এহেন বক্তব্যের সরগরম রাজ্য রাজনীতি। চমকের বিষয় হল, গোটা সভাস্থল ঘিরে নেই তৃণমূলের কোনও ব্যানার, কোনও পোস্টার, এমনকি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। স্বেচ্ছাসেবকরা যেই টিশার্ট পরে রয়েছেন, সেখানেও রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি, রয়েছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পতাকা।
Be the first to comment