১৭ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে আমরা পাই, সেই টাকাটাও কেন্দ্র দিচ্ছে না; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতির পর্যালোচনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন তিনি বলেন, আমাদের রাজ্যের রাজস্ব কমেনি। ২০১৯ এর অক্টোবর পর্যন্ত ৩৪,৮৮৮ কোটি টাকা, আগের বারে ছিল ৩৩,৭৪৯ কোটি টাকা। তাছাড়া ১৭ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে আমরা পাই। সেই টাকাটাও কেন্দ্র দিচ্ছে না।

পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পিএইচই দপ্তর থেকে ৫০ লক্ষ দলের পাউচ দেবো বলে আমরা ঠিক করেছি। ইতিমধ্যে ১০ লক্ষ পাউচ জল আমরা দিয়েও দিয়েছি। ভেঙেপড়া ৩১৭৩ টির মধ্যে ৩১১৭টি পোল আমরা নতুন করে বানিয়ে ফেলেছি কিছু কাজ বাকি আছে যেমন সন্দেশখালি, গোসাবা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জে, পাথর প্রতিমা, সাগরদীপের প্রত্যন্ত এলাকাগুলোতে। সেটাও সরকার যত তাড়াতাড়ি পারছে করে দেবে। জলটা নেমে গেলে তারপর এই কাজগুলো করা যাবে।

তিনি আরোও বলেন, তার উপর এতো বড় একটা সাইক্লোন হয়ে গেছে যে ১৫ লক্ষ হেক্টরের বেশী জমিতে ফসল নষ্ট হয়েগেছে। পাকা ধান পুরোটাই নষ্ট হয়ে গেছে। ৫লক্ষ বাড়ি ভেঙে গেছে। ৬লক্ষ মানুষ প্রত্যক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মধ্যে পরিবারের সাধারণ লোক, মাধ্যমিক পরীক্ষার্থী আছে। আমরা ঐ এলাকাগুলোতে মাধ্যমিক পরীক্ষা সাতদিন পিছিয়ে দিয়েছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*