২০২৪-২৫ বাজেটে মেট্রো রেলের খাতে এক ধাক্কায় সাড়ে তিনশ কোটি টাকা বরাদ্দ করলেন নির্মলা

Spread the love

অমৃতা ঘোষ (২৪ জুলাই ) :-

মমতার ঘোষণা করা দুই মেট্রো রেল প্রকল্প খাতে বাজেটে ভালই অর্থ বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন নির্মলার ঘোষণার পর বাজেট নথি থেকে জানা যাচ্ছে, দমদম বিমানবন্দর থেকে রাজারহাট হয়ে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের বরাদ্দ করা হয়েছে ১৭৯১ কোটি ৩৯ লক্ষ টাকা। গত আর্থিক বছরে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল ১৭০০ কোটি টাকা।
রেল মন্ত্রক কোনও মহানগরের মেট্রো রেল প্রকল্প অনেক দিন ধরেই নিজের ঘাড়ে নিচ্ছে না। তার কারণ হল, মূলধন খাতে এত লগ্নির টাকা রেলের নেই। তাই অধিকাংশ মেট্রোপলিটন শহরে মেট্রো রেল চলছে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে। তাই ভাড়াও সেখানে বেশি। সেই তুলনায় বলা যেতে পারে কলকাতা ভাগ্যবান যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের অধীনেই এই শহরের জন্য মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন।

জোকা থেকে মাঝেরহাট হয়ে বিবাদী বাগ পর্যন্ত মেট্রো প্রকল্পে গত আর্থিক বছরে অর্থাৎ ২০২৩-২৪ বছরে বরাদ্দ করা হয়েছে ৮৫০ কোটি টাকা। ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য তা এক ধাক্কায় সাড়ে তিনশ কোটি টাকা বাড়ালেন নির্মলা। এই মেট্রো প্রকল্প খাতে বরাদ্দ করা হয়েছে ১২০৮ কোটি ৬১ লক্ষ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*