অমৃতা ঘোষ :- আজ ২১ শে জুলাই। এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে।
১৯৯৩ সালে২১ শে জুলাই ১৩ জন সহযোদ্ধা সিপিআইএম এর পুলিশের বর্বরোচিত অত্যাচারে এবং নির্মম গুলিতে প্রাণ হারান। তাঁদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়, তৎসহ আরো সেই সকল ভাই বোন যাঁরা বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে শহিদ হয়েছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় , আর আজ সেই দিন আবারও ঘুরে দেখা সেই ২১ জুলাই রক্তাক্ত দিন টির দিকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাদরে সমস্ত তৃণমূল কর্মীদের ,নেতা ও মন্ত্রীদের এই সভায় আমন্ত্রণ জানিয়েছেন আগেই।
অভিষেক ব্যানার্জী তাঁর এক্স হ্যান্ডেল এ একটি বার্তাও দিয়েছেন। কিছুক্ষণ পূর্বেই অভিষেক মঞ্চে এসে শহিদদের স্মরণে পুষ্প সহ শ্রদ্ধাঞ্জলি প্রেরণ করেছেন।
Be the first to comment