ঠিক একমাস আগে উদ্বোধন হয়েছিল৷ কিন্তু ২৯ দিনও টিকল না ২৬৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু৷ নদীতে জলস্তর বাড়তেই ভেঙে পড়ল সেতু একাংশ৷ যে কাণ্ড নিয়ে ভোটের আগে তুমুল বিতর্ক শুরু হয়েছে বিহারে৷ প্রবল অস্বস্তিতে পড়েছে নীতীশ কুমার সরকার৷ সৌভাগ্যক্রমে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷
গত ১৬ জুন গন্ডক নদীর উপরে পূর্ব চম্পারনের সঙ্গে গোপালগঞ্জের সংযোগকারী ১.৪ কিলোমিটার দীর্ঘ সত্তরঘাট মহাসেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ ২০১২ সালের এপ্রিল মাসে কাজ শুরু হওয়ার পর সেতুর কাজ শেষ হতে সময় লাগে ৮ বছর৷ খরচ হয় ২৬৪ কোটি টাকা৷ কিন্তু উদ্বোধনের ২৯ দিনের মাথাতেই এ দিন সেতুর মাঝের কালভার্টটি নদীর জলে তলিয়ে যায়৷ সেতুটি নির্মাণের দায়িত্বে ছিল বিহার রাজ্য পুল নির্মাণ নিগম৷
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গন্ডক নদীর জলস্তর বাড়ছিল৷ জলের স্রোতও ছিল প্রবল৷ তার উপরে এদিন বাল্মিকী নগরে বাঁধ থেকে জল ছাড়ার পর সেই চাপই সহ্য করতে পারেনি সেতুর মাঝে থাকা কালভার্ট৷
ভোটের আগে এই ইস্যু হাতছাড়া করেনি বিরোধী দল আরজেডি এবং কংগ্রেস৷ আরজেডি নেতা তেজস্বী যাদব ট্যুইটারে লেখেন, ‘৮ বছরে ২৬৩.৪৭ কোটি টাকায় তৈরি করার পর গত ১৬ জুন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গোপালগঞ্জের সত্তারঘাট সেতুর উদ্বোধন করেছিলেন৷ তার পর ২৯ দিনের মাথায় সেই সেতু ভেঙে পড়ল৷ খবরদার কেউ নীতীশজিকে দুর্নীতিপরায়ণ বলবেন না৷ ২৬৩ কোটি টাকা তো সামান্য অঙ্ক৷ ওনার পোষা ইঁদুররা এই পরিমাণ টাকার মদ্যপান করে!’
২০১৭ সালে বিহারের এক মন্ত্রী দাবি করেছিলেন, ইঁদুররা নদী বাঁধে গর্ত খুঁড়ছে৷ যার ফলে বাঁধগুলি দুর্বল হয়ে গিয়ে বিহারে বন্যা হচ্ছে৷ সেই প্রসঙ্গ তুলেই এ দিন খোঁচা দিয়েছেন বিরোধীরা৷
বিহার সরকারের অবশ্য দাবি, সত্তারঘাট সেতুর অ্যাপ্রোচ রোডের একটি কালভার্ট জলের স্রোতে ভেসে গিয়েছে৷ মূল সেতুর কোনও ক্ষতি হয়নি ৷
Be the first to comment