শুক্রবার হারারের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিলেন গৃহবন্দি হওয়া জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ২ দিন পর প্রকাশ্যে এলেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধন করলে উলুধ্বনি দিয়ে ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা মুগাবেকে স্বাগত জানানো হয়। যদিও অনুষ্ঠানে মুগাবের স্ত্রী গ্রেস বা শিক্ষামন্ত্রী জোনাথন ময়োর কাউকেই দেখা যায়নি।
প্রসঙ্গত,মুগাবের উত্তরসূরি নির্বাচন নিয়ে কয়েক সপ্তাহের উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে জিম্বাবোয়ের সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনের নিয়ন্ত্রণ নেয়। পরদিন ওই টেলিভিশনেই এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল সিবুসিসো মোয়ো বলেন, সরকারের কর্তৃত্ব নেওয়া তাদের উদ্দেশ্য নয়। প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধীদের দলকে লক্ষ্য করেই তাদের এই অভিযান। কিন্তু তারপরই মুগাবেকে গৃহবন্দি করা হয়েছে বলে খবর আসে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনী মুগাবেকে পদত্যাগের চাপ দিলেও তাতে রাজি হননি তিনি। নিজেকে এখনো তিনি জিম্বাবোয়ের বৈধ প্রেসিডেন্ট বলেই দাবি করছেন। যদিও মুগাবের দল জানু-পিএফ এর একজন মুখপাত্র শুক্রবার জানান, তারাও আর প্রেসিডেন্ট পদে মুগাবেকে চান না।
Be the first to comment