৩১ মার্চ অবধি বন্ধ রাজ্যের সব সিনেমা হল

Spread the love

৩১ মার্চ অবধি বন্ধ করে দেওয়া হল রাজ্যের সব সিনেমা হল। মঙ্গলবার একথা জানানো হয়েছে ইম্ফার তরফে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সিনেমাহলকে বন্ধ রাখার কথা জানিয়েছিলেন। সেই মতোই বন্ধ হল রাজ্যের সিনেমাহলগুলি।

যে কোনও জমায়েতেই করোনা ছড়ানোর আশঙ্কা সবচেয়ে বেশি। সেই কারণেই বন্ধ করা হল সিনেমা হলগুলিকে। ইম্ফার তরফে জানানো হয়েছে, এই নির্দেশিকার পরেও যদি কোনও হল কর্তৃপক্ষ সিনেমাহল খোলা রাখেন, সেক্ষেত্রে কিছু ঘটলে দায় কর্তৃপক্ষের।

সোমবারে বৈঠকের শেষে এই হল বন্ধ রাখার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, রাজ্যে করোনার ভাইরাস মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে৷ করোনা মোকাবিলায় যারা কাজ করবেন, সেই সব কর্মীদের জন্য ৫ লক্ষ টাকার অতিরিক্ত বিমা দেওয়া হবে৷ এই বিমার আওতায় ১০ লক্ষ লোক রয়েছে৷

করোনার সংক্রমণ রুখতে ইতিমধ্যেই কল সেন্টার চালু করেছে রাজ্য সরকার। কল সেন্টারে ইতিমধ্যেই ৫ হাজার ফোন এসেছে। করোনা নিয়ে কেউ জানতে চাইলে তাঁকে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার সংক্রমণ রুখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকেও জমায়েত এড়াতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিনেমা হল, রিয়েলিটি শোগুলিও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে তৃতীয় মৃত্যু ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইতে।

প্রসঙ্গত, ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বর্তমান পরিসংখ্যান বলছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৪। বিভিন্ন রাজ্য থেকে একাধিক ঘটনা সামনে এলে এবং ওডিশা সরকারের তরফে ভ্রমণ নির্দেশিকা লাগু করা হয় যেখানে মার্চ মাসের ১৮ থেকে ইউরোপ এবং ইউনাইটেড কিংডম থেকে আসা নিষিদ্ধ করেছে।

ভারতের মতো বিশ্বের অন্য দেশেও পরিস্থিতি প্রায় একই। পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬। শেষ ২৪ ঘন্টায়, মোট ১৩১টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান মিডিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*