রোজদিন ডেস্ক :- বুধবার রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে বর্ধিত হারে এপ্রিল মাস থেকে DA দেওয়ার ঘোষণা হয়।
এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেবে। মে নয়, এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মীদের ৪% ডিএ। লোকসভা নির্বাচনের আগেই এবারে ৪ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকা সকলেই ১ মে থেকে বর্ধিত হারে DA পাবেন বলে ঘোষণা হয়। মঙ্গলবার মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই সেই বর্ধিত হারে DA প্রদানের সিদ্ধান্ত হল। জুলাই মাসের বেতনের সঙ্গেই ঢুকতে পারে এই বর্ধিত হারের DA. লোকসভা নির্বাচনের প্রচারেই যদিও এর ঘোষণা করেছিলেন মমতা। ১ মে-র পরিবর্তে ১ এপ্রিলের হিসেবে বর্ধিত হারে DA দেওয়ার কথা বলেন তিনি। সেই মতোই অর্থ দফতর থেকে ঘোষণা হল।
গত বছর ডিসেম্বর মাসে প্রথম ৪ শতাংশ হারে DA বৃদ্ধির ঘোষণা করেন মমতা। এর পর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বাজেটে আরও ৪ শতাংশ হারে DA বাড়ানো হয়। এর ফলে রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত DA-র হার বেড়ে ১৪ শতাংশ হয়। এতে রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্ত DA-র ফারাক ৩২ শতাংশ।
Be the first to comment