৭৮ তম স্বাধীনতা দিবসে, ১১তম ভাষণ, ১৫ আগষ্ট লালকেল্লা থেকে দিতে চলেছেন মোদি

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আগামী বৃহস্পতিবার, দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস। আর ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি৷ দেশের প্রধানমন্ত্রী হিসেবে একটানা এগারোবার স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি৷ দেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই নজির গড়বেন নরেন্দ্র মোদি৷
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে টানা তিনবার পূর্ণ মেয়াদে ক্ষমতায় এসেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি লালকেল্লা থেকে ১৭ বার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন স্বাধীনতা দিবসে। অন্যদিকে, ইন্দিরা গান্ধি প্রথম দফায় ১৯৬৬ থেকে ১৯৭৬ পর্যন্ত এগারো বার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ভাষণ দেন৷ দ্বিতীয় দফায় ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত আরও পাঁচ বার স্বাধীনতা দিবসে ভাষণ দেন তিনি৷ সবমিলিয়ে মোট ১৬ বার স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার নজির গড়েন ইন্দিরা৷ এছাড়াও প্রধানমন্ত্রী হিসেবে পর পর দশ বার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন মনমোহন সিংও৷ আগামী বৃহস্পতিবার নিজের পূর্বসূরিকেও ছাপিয়ে যাবেন নরেন্দ্র মোদি৷ ২০১৪ সালে প্রথম বার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ সেবারই লাল কেল্লা থেকে স্বচ্ছ ভারত, জন ধন প্রকল্পের মতো ঘোষণা করেছিলেন তিনি৷ অর্থাৎ লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার নিরিখে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর পরেই মোদি হচ্ছেন তৃতীয় প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*