৭ লক্ষ ছাড়াল দেশের করোনা আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে রাজধানী

Spread the love

রবিবার রাতেই ভারত রাশিয়াকে ছাড়িয়ে গিয়েছিল করোনা আক্রান্তের পরিসংখ্যানে। এবার আক্রান্তের সংখ্যা সাত লক্ষ ছাড়াল। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রক এই পরিসংখ্যান দিল। মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্ত ৭ লক্ষ ১৯ হাজার ৬৬৫ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৫২ জন, মৃত্যু হয়েছে আরও ৪৬৭ জনের। এ যাবৎ দেশে মোট করোনায় মৃত ২০ হাজার ১৬০ জন।

এই মুহূর্তে করোনা আক্রান্তের পরিসংখ্যানে এক দিকে যেমন তৃতীয় স্থানে রয়েছে তেমনই মৃতের সংখ্যা বিচারে ভারতের অবস্থান বিশ্বে ৮ নম্বরে। সোমবার রাজধানী দিল্লিতে‌ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আশঙ্কার বিষয়, গত কয়েক দিনের প্রথা ভেঙে দিল্লিতে সেরে ওঠা রোগীর তুলনায় আক্রান্তের সংখ্যা বেশি। অন্যদিকে দেশে করোনায় ২০ হাজার ১৬০ জন মৃতের মধ্যে অন্তত ৯ হাজার জনই মহারাষ্ট্রের।

তবে আশার কথা, সরকারি বুলেটিনে প্রকাশ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫১৫ জন রোগী। দেশে করোনা মুক্ত রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৯৪৮ জন। পাশাপাশি, করোনা পরীক্ষার পরিসংখ্যান ১ কোটি ছাড়িয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত ১ কোটি ২ লক্ষ ১১ হাজার ৯২ জন করোনা রোগীর পরীক্ষা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*