অগাস্টে রাজ্যে সাতদিন সম্পূর্ণ লকডাউনে বন্ধ থাকবে বিমান পরিষেবা ৷ কোরোনা সংক্রমণ মোকাবিলায় সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ৷ অগাস্টে সাতদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ৷ সেইসময়ই ইঙ্গিত দেওয়া হয়েছিল বন্ধ করা হতে পারে বিমান পরিষেবা ৷ আজ তাতেই সিলমোহর লাগাল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
অগাস্টে ৫ , ৮ , ১৬ , ১৭ , ২৩ , ২৪ ও ৩১ তারিখে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য। ৫ অগাস্ট হল বুধবার, ৮ অগাস্ট হল শনিবার, ১৬ অগাস্ট রবিবার, ১৭ অগাস্ট সোমবার , ২৩ অগাস্ট হল রবিবার, ২৪ অগাস্ট হল সোমবার এবং ৩১ অগাস্ট হল সোমবার ৷
বিমান পরিষেবা সংস্থাগুলির তরফে যাত্রীদের বলা হয়েছে সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে বিমানের সময় পরিবর্তন করার জন্য ৷ কলকাতা বিমানবন্দরের পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরেও পরিষেবা বন্ধ থাকবে ৷
উল্লেখ্য, রাজ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ ৷ স্বীকার করছে রাজ্য সরকার ৷ অগাস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন করার ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের পরই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ৷ কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতেই সপ্তাহে দু’দিনের এই সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
চলতি মাসের শেষ দুই সপ্তাহ ধরেও সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন চলছে ৷ এই সম্পূর্ণ লকডাউনের দিনগুলিতে বন্ধ থাকবে গণপরিবহন, সরকারি ও বেসরকারি অফিস, ব্যাঙ্ক ও অন্যান্য পরিষেবা ৷ শুধুমাত্র খোলা থাকবে জরুরি পরিষেবাগুলি ৷ যেমন – ওষুধের দোকান ও হাসপাতালগুলি ৷
বর্তমানে রাজ্যে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ২৫৮ জন ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯৪ জন ৷ রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৪৯০ জন ৷
Be the first to comment