পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে গুরুদ্বারা পাঞ্জা সাহিবে ঢুকতে দেয়নি পাকিস্তান। তিনি সেখানে ভারতীয় তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রাওয়ালপিন্ডির কাছে হাসান আবদালে সস্ত্রীক বিসারিয়াকে আটকে দেওয়া হয়েছিল। সেখান থেকেই তাঁকে ইসলামাবাদে ফিরে আসতে হয়েছিল। এই আচরণের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাতে ভারতে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দর শাহকে ডেকে পাঠানো হল। জানতে চাওয়া হবে, কেন পাক বিদেশমন্ত্রকের বৈধ ট্রাভেল পারমিট থাকা সত্ত্বেও তাঁকে যেতে দেওয়া হল না। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের তরফেও প্রতিবাদ জানানো হয়েছে। বলা হয়েছে, এই ঘটনা কূটনৈতিক আচরণবিধি লঙ্ঘন। এই নিয়ে দ্বিতীয়বার এমন কাজ করল পাকিস্তান।
Be the first to comment