অনেক বড় দূর্ঘটনা হওয়ার থেকে বেঁচে গেল রাজস্থানের বন্দে ভারত এক্সপ্রেস..

Spread the love

রোজদিন ডেস্ক :- রেল লাইনের ওপর বড় বড় পাথর চাপানো, এবং লোহার রড ঢোকানো লাইনের মধ্যে, কি অবাক হচ্ছেন? তা হবারই কথা। রাজস্থান এ ঘটে এই ঘটনাটি। হয়তো কোনো বড় ট্রেন দুর্ঘটনা ঘটাতেই এই কাজ করা হয়েছিল।অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলো বন্দে ভারত এক্সপ্রেস। এবং প্রাণে বাঁচলো বহু জীবন।

কথায় আছে রাখে হরি মারে কে, আর সেইটাই সত্যি হলো। ভগবান কখন কোন রূপে এসে পৌঁছান কেউ জানে না। মিলল সেই রকমই বিরল একটি দৃশ্য। একটি গরুর জন্য প্রাণে বাঁচলো এতগুলো মানুষ।
ঝড়ের গতিতে আসছিল বন্দে ভারত এক্সপ্রেস, তাই কোনো ভাবেই লাইনে পরে থাকা পাথর বা কিছুই দেখার কোনো সুযোগ ছিল না। কিন্তু হঠাৎই একটি গরু লাইনে এসে পড়ায় তাকে বাঁচাতে ট্রেনটি গতি কমাতে বাধ্য হয়, আর তখনি নজরে আসে লাইনে পরে থাকা পাথর ও রড। এবং প্রাণে বাঁচে এত গুলো মানুষ। নাহ একদমই অলৌকিক ঘটনা নয় তবে একেবারেই এটাকে অস্বীকারও করা যায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*