অমিত শাহর ভাষণে ৭টি সাজানো মিথ্যা প্রকাশ্যে আনলেন ডেরেক

Spread the love

মেদিনীপুর কলেজ ময়দানের সভায় বিজেপি নেতা অমিত শাহ সাজানো মিথ্যা বলেছেন বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রবিবার টুইটারের মাধ্যমে ডেরেক তুলে ধরেছেন অমিত শাহের ভাষণে থাকা “সাতটি সাজানো মিথ্যা”।

তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন । যার মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট করেছেন । টুইটে এদিন ডেরেক লিখেছেন, পর্যটক দলের সদস্যের ভাষণের #ফ্যাক্টচেক। সাতটি সাজানো মিথ্যা। যা আসলে খুবই নিম্নমানের!

শনিবার মেদিনীপুরে বিজেপির সভায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরে ভিড়েছেন তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেতা ও জনপ্রতিনিধি। এই বিষয়টি নিয়ে বেশ কয়কদিন ধরেই কটাক্ষ করছিল তৃণমূল কংগ্রেস। সেই সমালোচনার জবাব দিতে গিয়ে শনিবারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ত্যাগের বিষয়টি টেনে আনেন অমিত শাহ। অন্য দলের জন্য মমতা কংগ্রেস ছেড়েছিলেন বলে দাবি করেন।

শনিবার মেদিনীপুরে বিজেপির সভায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরে ভিড়েছেন তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেতা ও জনপ্রতিনিধি। এই বিষয়টি নিয়ে বেশ কয়কদিন ধরেই কটাক্ষ করছিল তৃণমূল কংগ্রেস। সেই সমালোচনার জবাব দিতে গিয়ে শনিবারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ত্যাগের বিষয়টি টেনে আনেন অমিত শাহ। অন্য দলের জন্য মমতা কংগ্রেস ছেড়েছিলেন বলে দাবি করেন।

অমিত শাহের এই দাবির পালটা হিসেবে ডেরেকের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দলে যোগ দিয়েছিলেন এটা ঠিক নয়। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরি করেছিলেন। ১৯৯৮ সালে কংগ্রেস থেকে পদত্যাগ করেই তিনি (মমতা) নতুন দল করেন।

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন না। অমিত শাহের এই অভিযোগের পালটা হিসেবে ডেরেক জানিয়েছেন, কেন্দ্রের ওই প্রকল্পের দুই বছর আগেই বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয়।

এছাড়া প্রধানমন্ত্রী কিষাণনিধি, বিজেপি কর্মীদের খুন, নরেন্দ্র মোদির পাঠানো খাদ্যশস্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর আক্রমণ, প্রধানমন্ত্রী বাংলার গরিবদের জন্য ঘর দিয়েছেন – অমিত শাহের এই সব দাবিগুলি খণ্ডন করে ডেরেক ও’ব্রায়েন ওই টুইটে নানা তথ্য তুলে ধরেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*