অরুণাচল প্রদেশের গ্রাম থেকে চিনা সেনাবাহিনীর হাতে ‘অপহৃত’ পাঁচ জন যুবককে অবশেষে আজই ফেরাতে চলেছে চিন।
কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ট্যুইট করে তিনি লিখেছেন, ‘চিনা সেনা জানিয়েছে, তাঁরা ওই পাঁচজনকে ফিরিয়ে দেবে। ভারতীয় সেনাকে এই খবর জানানো হয়েছে। আগামীকাল, ১২ সেপ্টেম্বর যে কোনও সময় এই হস্তান্তর হতে পারে।’
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ওই পাঁচ যুবকের কোনও খবর পাওয়া যাচ্ছিল না। অভিযোগ ওঠে যে অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে মোট ৭ জন যুবককে চিনা সেনা তুলে নিয়ে যায়।
Be the first to comment