অসমের হাউলিং থানা এলাকার এক কিশোরীকে পাচারের ছক কষেছিল ওই এলাকার দুই যুবক। যদিও অসম পুলিশ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যৌথ তৎপরতায় উদ্ধার হল সে। দুই যুবক অরুণ গগৈ ও সন্দীপ চুটিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছর ষোলোর ওই কিশোরী অসমের শিবসাগর জেলার বাসিন্দা।
তার পরিবারের অভিযোগ, গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। তাই তারা অসমের হাউলিং থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাউলিং থানার পুলিশ। পুলিশ জানতে পারে ওই কিশোরীকে মোটা টাকার কাজ পাইয়ে দেওয়ার নামে বিদেশে পাচারের ছক কষেছিল অরুণ গগৈ ও সন্দীপ চুটিয়ার। আজ তারা কিশোরীকে অসম থেকে শিলিগুড়িও নিয়ে চলে আসে। তদন্তে পুলিশ আরও জানতে পারে যে ওই কিশোরীকে ট্রেনে চাপিয়ে শিলিগুড়ি হয়ে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই হাউলিং থানার তরফে যোগাযোগ করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের NJP থানা ও নিউ জলপাইগুড়ি স্টেশনের GRP-র সঙ্গে। অসম পুলিশের তরফে পাওয়া খবরের ভিত্তিতে NJP থানার পুলিশ NJP স্টেশন চত্বরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। একইসঙ্গে উদ্ধার করা হয় ওই কিশোরীকে।
অভিযুক্তদের গ্রেপ্তারের পর NJP থানার তরফে হাউলিং থানায় যোগাযোগ করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে শিলিগুড়ি পৌঁছায় অসম পুলিশের একটি দল। পরে অভিযুক্তদের অসম পুলিশের তরফে ট্রানজ়িট রিমান্ডে অসমে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, উদ্ধার হওয়া ওই কিশোরীকে CWC(চাইল্ড ওয়েলফেয়ার কমিটি)-র হাতে তুলে দেওয়া হয়।
Be the first to comment