আকাশে কালো মেঘ, আলিপুর জানিয়েছে, বিক্ষিপ্ত ভাবে কলকাতা, হাওড়া, বীরভূম, দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। এর পাশাপাশি নাগাড়ে বৃষ্টিতে পাহাড়ি এলাকা যেমন দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামার প্রবণতা বাড়বে।
Be the first to comment