আক্রান্ত সুজাতা, মুখ খুললেন সৌমিত্র

Spread the love

বাংলায় তৃতীয় দফার ভোট ঘিরে উত্তপ্ত বঙ্গভূমি। ভোটের দিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল এজেন্টদের বাড়িতে হামলার অভিযোগ করে সোচ্চার হয়েছেন আরামবাগের তদৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। স্ত্রীর এই অভিযোগ নিয়ে পালটা সোচ্চার হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

এই প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা ভোট চুরি করছে। তার জেরেই এটা গ্রামবাসীদের ক্ষোভের বহি:প্রকাশ। তৃণমূলের লোকেরা আমাদের কর্মীদের উপর মারধর করছেন। তৃণমূল যা অত্যাচার করেছে, মানুষ আজ তার প্রত্যুত্তর দিচ্ছে।

উল্লেখ্য, একুশের নির্বাচনের মুখে রাজনীতির রঙেহর বিভাজনে সৌমিত্র-সুজাতার সুখের সংসারে চিড় ধরে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। আর তারপরই কাঁদতে কাঁদতে সাংবাদিক বৈঠক থেকে সুজাতাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর কথা ঘোষণা করেন সৌমিত্র। সৌমিত্র-সুজাতার সম্পর্কের এহেন পরিণতি নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি।
এদিকে, ভোটের দিন সুজাতা মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর নিরাপত্তাকর্মীর মাথা ফেটেছে বলে দাবি করা হয়েছে। এদিন বিজেপির বিরুদ্ধে সুজাতার অভিযোগ, তৃণমূল এজেন্টদের বাড়িতে পাঠানো হচ্ছে সাদা থান। তাঁদের স্ত্রীদের হুমকির সুরে বলা হচ্ছে, স্বামী এজেন্ট হিসেবে বসলেই পরতে হবে এই শাড়ি। তৃণমূল এজেন্টদের বাড়িতে হামলা করা হচ্ছে। চালানো হচ্ছে ভাঙচুর। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*