আগামীকাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা

Spread the love

আগামীকাল ১২ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য বছরের থেকে কিছুটা দেরিতেই শুরু হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২ হাজার ৯২১ জন। এর মধ্যে ছাত্রী রয়েছে ৫৬.৩৪%। ছাত্রের সংখ্যা ৪৩.৬৬%। আগের বছরের থেকে এবার অনেকটাই বেড়েছে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে ওবিসি পরীক্ষার্থীর সংখ্যাও।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যেই সব জেলাতে পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতি বছরের মতো এবছরও হাসপাতালে পরীক্ষা দেওয়ার বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। একইসঙ্গে দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীদের জন্যও পরীক্ষাকেন্দ্রে থাকছে বিশেষ ব্যবস্থা। ক্যামেরায় চলবে কড়া নজরদারী। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষেধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*