সোমবারই লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) ৷ সূত্রের খবর, বুধবার রাজ্যসভায় এই বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার ৷
প্রসঙ্গত, সোমবার লোকসভায় প্রবল বিরোধিতার মধ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়। কয়েক ঘণ্টা ধরে চলে আলোচনা। বিল পাশের পক্ষে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য মত দেন ৷ ৩১১টি ভোট পড়ে বিলের পক্ষে ৷ বিপক্ষে যায় ৮০টি ভোট।
মঙ্গলবার রাজ্যসভায় এই বিল পাশ হলে রাষ্ট্রপতি তাতে সই করবেন ৷ তারপর তা আইনে পরিণত হবে ৷ এই আইন কার্যকর হলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হবে ৷
রাজ্যসভায় এই বিল পাশ করার জন্য NDA-এর ১২১ জনের সমর্থন দরকার ৷ (মোট আসন ২৪৫ ৷ কিন্তু, ২৪০ জন সদস্য এখন রয়েছেন ৷ পাঁচটি আসন ফাঁকা রয়েছে ৷ সেকারণে বিল পাশ করাতে গেলে ১২১ জনের সমর্থন দরকার )৷ এখন দেখার রাজ্যসভায় NDA সংখ্যাগরিষ্ঠতা পায় কি না?
Be the first to comment