চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর, বারণসী , বালাসোর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমি অক্ষরেখা ক্রমশ দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে। আর সেই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ওড়িশা সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে আগামী মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। আর বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দফায় দফায় ভারী বৃষ্টি হবে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
পাশাপাশি আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ উপকূল ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। সকাল থেকে অস্বস্তিকর গরম রয়েছে। আজ শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ ও সর্বনিম্ন ৬৪ শতাংশ।
Be the first to comment