আগামী সোম ও মঙ্গলবার (৩ ও ৪ অগাস্ট) বন্ধ থাকবে নবান্ন। জানা গিয়েছে পরিষ্কার ও স্যানিটাইজেশনের জন্য এই দুদিন নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফার্স্ট ফ্লোরের প্রেস কর্নারও বন্ধ থাকবে ওই দু’দিন। ইতিমধ্যেই একাধিক কর্মীর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। আজ নবান্নের তরফে এ খবর জানানো হয়েছে।
কলকাতায় প্রথম কোরোনার প্রবেশের সঙ্গে সঙ্গে নাম উঠে এসেছিল নবান্নের। এক আমলার ছেলে প্রথম কোরোনায় আক্রান্ত হন। তারপর থেকেই নবান্নে কঠোর পদক্ষেপ করা হয়। প্রায় মাস পাঁচেক আগে প্রথম কোরোনার খবর আসে কলকাতা থেকে। তারপর থেকে সময় যত এগিয়েছে, ততই রাজ্য-কলকাতায় কোরোনায় সংক্রমণ মাত্রা ছাড়িয়ছে। সেই মত রাজ্য প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, প্রতি মাসেরই নিয়ম করে জীবাণুমুক্ত করা হয়। গত মাসেও একই ভাবে এই কাজ করা হয়েছিল। সেই মতোই আগামী সোম এবং মঙ্গলবার নবান্ন জীবাণুমুক্ত করা হবে।
তবে সমস্ত অফিসার ও কর্মীদের বাড়ি থেকে কাজ (Work From Home) করার নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment