আগামী ২৫ ফেব্রুয়ারি তৃণমূলের কোর কমিটির বৈঠক

Spread the love

পিয়ালি আচার্য,

ফাইল ছবি,

আগামী ২৫ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে এটাই শেষ কোর কমিটির বৈঠক বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সৈনিকদের আগামী নির্বাচনে কীভাবে চলতে হবে তার দিশা দেখাবেন। কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে এবারের নির্বাচন অন্যবারের তুলনায় একটু হলেও আলাদা। সেই অনুযায়ী দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় চেয়ারপার্সন মমতা।

অন্যদিকে ইলেকশন কমিশন এবারে অনেক কঠিন ও কঠোর হবে বলে অনেকের ধারনা। সেদিকে তাকিয়ে দলীয় নেতা-কর্মীরা কী ভূমিকা নেবেন তাও পরিষ্কার করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ এর ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেছিলেন “২০১৯, বিজেপি ফিনিশ”। ৪২টি আসনেই জিততে চলেছেন তাঁরা একথা বারবার বলেছেন মমতা। তারপর গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। বিরল নজির সৃষ্টি করে মুখ্যমন্ত্রী বসেছিলেন ধর্নায়। পরে সুপ্রিম কোর্টের রায়ে নৈতিক জয় হওয়ায় এবং ইউনাইটেড ইন্ডিয়ার নেতারা অর্থাৎ মহাজটের শরিকদের অনুরোধে ধর্না তোলেন। যদিও কেন্দ্র-রাজ্য সম্পর্কের শীতলতা এখনও মেটেনি।

“মোদী হঠাও, দেশ বাঁচাও”-এই স্লোগান সামনে রেখে মমতা এখন দিল্লিতে। পুলিশ কমিশনার রাজীব কুমারকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই পরিস্থিতিতে নিজেদের নেতা কর্মীদের মধ্যে “বিজেপি হঠাও, দেশ বাঁচাও” এই স্লোগান যথার্থ করে তোলার জন্য নির্দেশ দেবেন মমতা, এরকমই রাজনৈতিক মহলের ধারনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*