আজই রাজভবনে যাবেন শুভেন্দু, রাজ্যপালের সঙ্গে করবেন বৈঠক

Spread the love

বিজেপিতে যোগদানের পরেই আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী ৷ এদিন বিকেল চারটে নাগাদ তিনি রাজভবনে যেতে পারেন বলে খবর ৷

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাজ্যপালকে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হতে পারে ৷ নিজের অনুগামীদের নিয়েও একই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি ৷ আর এই চিঠি পাওয়ার পরই মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে শুভেন্দুর আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ এমন কোনও পদক্ষেপ যাতে পুলিশ না নেয়, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনে হস্তক্ষেপের অনুরোধ করেছিলেন রাজ্যপাল ৷

শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যে বিষয় নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন, তা নিয়ে আলোচনার জন্যই আজ রাজভবনে যেতে পারেন বিজেপি নেতা ৷

গত শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপি-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ বিজেপিতে যোগদানের আগেই তিনি একটি খোলা চিঠি লেখেন পুরোন দলের কর্মীদের উদ্দেশে ৷ রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার যে ব্যবহার করছে, তা নিয়েও ওই চিঠিতে সরব হয়েছিলেন শুভেন্দু ৷ এবার সরাসরি রাজ্যপালের সঙ্গেই সাক্ষাৎ করতে চলেছেন তিনি ৷ তার আগে বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করে পদত্যাগ নিয়ে তৈরি হয় জটিলতায় ইতি টানবেন শুভেন্দু ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*