আজ লোকসভায় পেশ হতে চলেছে নাগরিকত্ব (সংশোধন) বিল। ভোটের আগে জানুয়ারি মাসেই তারা লোকসভায় নাগরিকত্ব সংশোধন বিল পেশ করেছিল। কিন্তু লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেই বিল তামাদি হয়ে গেছে। তাই আবার নতুন করে এই বিল তারা আনছে।
প্রসঙ্গত গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিল অনুমোদন করে দিয়েছে। বিলটি পাস হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানে বলেন, “প্রতিবেশী দেশগুলিতে শত শত মানুষ নিপীড়িত হচ্ছেন। ভারতমাতার প্রতি তাঁদের আস্থা আছে। তাঁদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার রাস্তা খুলে দেওয়া হচ্ছে। এতে তাঁদের ভবিষ্যতে ভাল হবে।”
Be the first to comment