আজ জগদ্ধাত্রী পুজো, আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। আবার কোথাও নবমীর দিনই তিনপ্রহরের পুজো সম্পন্ন হয়। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় এই পুজো।
করোনা আবহে এবারের জাঁকজমক অনেকটাই ফিকে। কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও চলছে জগদ্ধাত্রী পুজো।চন্দননগরে এবার ১৭১টি পুজো হচ্ছে। করোনা আবহে এবার ৯টি পুজো কমিটি ঘটপুজো করছে। পাশাপাশি, সতর্কতা বিধি মেনে আলো ও মন্ডপ সজ্জায় খরচ কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটিগুলি।
Be the first to comment