করোনা সংক্রমণের ক্ষেত্রে রেড জোন হিসেবে চিহ্নিত কলকাতায় একশো শতাংশ। প্রয়োজনে পুলিশের সশস্ত্র বাহিনী নামানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে উদ্দেশ্য করে মমতা বলেন, প্রয়োজনে কঠোর পদক্ষেপ করতে হবে। যাঁরা লকডাউন ভাঙবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।
গতকাল তিনি বলেন, হাওড়া ও উত্তর কলকাতা খুবই স্পর্শকাতর হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “রেড জোনের বাজারের সামনে সশস্ত্র পুলিশ দাঁড় করাতে হবে। মাস্ক ছাড়া কেউ বাজারে এলে ঢুকতে দেওয়া যাবে না।” একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার উদ্দেশে তিনি বলেন, “কলকাতার বিভিন্ন ওয়ার্ডও রেড জোনে রয়েছে। গোটা পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করতে হবে।”
Be the first to comment