দক্ষিণ-পূর্ব রেল আজ থেকে আরও ১৪টি লোকাল ট্রেন চালাবে বলে ঘোষণা করল। সাতটি করে অতিরিক্ত ট্রেন চলবে আপ ও ডাউন-এ।লকডাউনের পর লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হলে দক্ষিণ-পূর্ব শাখায় মোট ৮১টি ট্রেন চলছিল। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়াল ৯৫।
আপ ট্রেনের সময়সূচি-
১) ৩৮৭০৫ হাওড়া-খড়গপুর : ভোর ৪ টে ৫৫ মিনিট।
২) হাওড়া-মেদিনীপুর : ভোর ৫ টা ৩৫ মিনিট।
৩) হাওড়া-পাঁশকুড়া : সকাল ৯ টা ৫০ মিনিট।
৪) হাওড়া-পাঁশকুড়া : দুপুর ১ টা ১০ মিনিট।
৫) হাওড়া-পাঁশকুড়া : বিকেল ৫ টা।
৬) হাওড়া-মেচেদা : রাত ৮ টা ৫ মিনিট।
৭) হাওড়া-পাঁশকুড়া : রাত ১০ টা ২৫ মিনিট।
ডাউন ট্রেনের সময়সূচি-
১) মেচেদা-হাওড়া : রাত ৩ টে ৫ মিনিট।
২) খড়গপুর-হাওড়া : সকাল ৬ টা ৫৫ মিনিট।
৩) পাঁশকুড়া-হাওড়া : সকাল ৮ টা ২৫ মিনিট।
৪) মেদিনীপুর-হাওড়া : সকাল ৯ টা ১০ মিনিট।
৫) পাঁশকুড়া-হাওড়া : বিকেল ৩ টে ৫৭ মিনিট।
৬) পাঁশকুড়া-হাওড়া : বিকেল ৫ টা ৪৫ মিনিট।
৭) পাঁশকুড়া-হাওড়া : সন্ধ্যা ৭ টা ১০ মিনিট।
Be the first to comment