আজ দীঘায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২০১৭ সালের ১১ই জুলাই সাড়ে পাঁচ একর জমির ওপর নির্মিত নিউ দীঘার এই কনভেনশন সেন্টারটির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উপকূলবর্তী অঞ্চলে এই প্রথম কোনও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরী করা হল যেখানে বিভিন্ন ধরনের প্রদর্শনীর পাশাপাশি বাণিজ্যিক সম্মেলন আয়োজিত হবে স্থানীয় পর্যটন, শিল্প ও বাণিজ্যের প্রসারের জন্য। এই বাণিজ্য কেন্দ্রটি তৈরী করতে খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা।
চার তল বিশিষ্ট এই কেন্দ্রটির প্রতি তলা ১৭২২ বর্গমিটারের। এই বাণিজ্য কেন্দ্রে একটি প্রদর্শনী কেন্দ্র আছে এক হাজার বর্গ মিটারের, ৩০০ আসনের একটি আলোচনা কেন্দ্রও আছে, আছে সম্মেলন করার জায়গা, এক হাজার আসনের একটি আধুনিক প্রেক্ষাগৃহ।
Be the first to comment