আনন্দে মাতোয়ারা ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরো

Spread the love

আনন্দে মাতোয়ারা ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরো। দল জিতলে যা যা পাগলামো হয় ব্রাজিলে, সবই চলছে পুরোদমে। কোস্টারিকার বিরুদ্ধে সে, মুহূর্তের জোড়া গোলে জয়ের পর দেখা গেল ঊর্ধ্বাংশ অনাবৃত করে রাস্তায় নামা মেয়েদের। রাশিয়ায় এযাবত খানিকটা নিষ্প্রভ পাঁচবারের চাম্পিয়ন। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র। শুক্রবারও তেমন ঝলসে ওঠেনি ব্রাজিল। ম্যাড়মেড়ে ম্যাচে মানরক্ষা করেছেন নেইমার আর কুটিনহো। রাসিশার সেন্ট পিটার্সবার্গের স্টেডিয়ামের ভিতরে যেমন, সুদূর রিওর রাস্তায় রাস্তায় তেমনই উচ্ছ্বাস আর হুল্লোড়। রিও ডি জেনেইরোয় ছিল জায়েন্ট স্ক্রিনের ছড়াছড়ি। সেগুলো প্রায় ৯০ মিনিট ছিল মিউট করা। শেষলগ্নে গোল হতেই বাঁধনহারা চিত্কার। চতুর্দিক তখন সাম্বা আর ড্রামের যুগলবন্দি। পতাকা নেমে এল পথে, জামা খুলে গেল অনেকেরই। কেবলমাত্র বিকিনি সম্বল করে ২৭ ডিগ্রি গরমে নেচেছে তারা। যেন অকাল কার্নিভাল। কোস্টারিকার ছবিটা ঠিক উল্টো। নেইমারকে অনেকটা সময় আটকে রেখেও ম্যাচ ধরে রাখতে পারনি তারা। একটা ড্র হলেও সেটাই হত মধ্য আমেরিকার এই দেশের কাছে বিরাট পাওনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*