১০/৪/২৪ (এপ্রিল)
অমৃতা ঘোষ:- দিল্লী হাইকোর্টে কেজরিওয়ালের জোর ধাক্কা। হাইকোর্টের এর নির্দেশে জেলেই থাকছেন কেজরিওয়াল। এদিন দিল্লী হাইকোর্ট নির্দেশ দিতে গিয়ে জানিয়েছেন এই মামলা কেন্দ্রীয় সরকার এর সাথে কেজরিওয়াল এর নয়, এটি ইডি বনাম কেজরিওয়াল।
আবগারি দুর্নীতি মামলায় ইডি তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ ছুড়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। গত ২১ মার্চ কেজরিওয়াল কে গ্রেফতার করেছিল ইডি।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আপাতত তিহার জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি কান্ডে ইডি কেজরিওয়াল কেই আসল মাথা বলে দাবি করেছেন। আদালতের মামলা চলাকালীন ইডি-র পক্ষ থেকে কেজরিওয়াল মুক্তি নিয়ে বিরোধিতা করা হয়। ইডি-র আইনজীবীর মতে তদন্তে কোনো রকম সহযোগিতা করছেন না কেজরিওয়াল।
কেজরিওয়ালের আইনজীবী দাবি করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করেই কেজরিওয়াল কে গ্রেফতার করা হয়। কিন্তু দিল্লী হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে ইডি-র কাছে এর বিরুদ্ধে যথাযোগ্য প্রমাণ ছিল যা মেনেই কেজরিওয়াল কে গ্রেফতার করা হয়।
Be the first to comment