এখনই গ্রেফতার নয় রাজীব কুমার, CBI-এর সামনে হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না ৷ মঙ্গলবার এমনই নির্দেশ দিলো শীর্ষ আদালত। পাশাপাশি সিবিআইকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হল রাজীব কুমারকে। ২০ ফেব্রুয়ারির মধ্যে রাজীব কুমারকে হাজিরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ জানা গিয়েছে, শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হবেন রাজীব কুমার। তবে এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না।

জানা গিয়েছে, শীর্ষ আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্টের কোনও প্রমাণই সামনে আনতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে, রাজীব কুমারকে এখনই গ্রেফতার নয়, তাঁর সঙ্গে শিলংয়ে কথা বলবে সিবিআই। কিন্তু জানা গিয়েছে, আগেই সেই প্রস্তাব দিয়েছিলেন রাজীব। এছাড়াও, আদালত অবমাননা নিয়ে সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারির মধ্যে পিটিশন জমা দিতে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি, সিপিকে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।

২১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে। এছাড়াও এদিন কিছু তথ্য মুখবন্ধ খামে সিবিআইকে জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ধর্না এখনই উঠছে কিনা, সে ব্যাপারে দলে আলোচনা করে জানাবেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*