প্রোটোকল ভেঙে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁকে বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ৪ দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, চারদিনের ভারত সফরে এসেছেন সস্ত্রীক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। শুক্রবার তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তবে এবারই প্রথমবার নয়। গত ২৭ ফেব্রুয়ারি প্রোটোকল ভেঙে জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা বিন আল হুসেইনকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, দু’দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নতির দিকে নজর দেওয়া হবে। দু’দেশের মধ্যে প্রতিরক্ষা, মহাকাশ, শক্তির মতো একাধিক বিষয়েও আলোচনা হতে পারে। সোমবার বারাণসী যাবেন ম্যাকরঁ। মিরজাপুরে সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনও করবেন তিনি।
Be the first to comment