আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘনীভূত হবে নিম্নচাপ। আলিপুর জানিয়েছে এই নিম্নচাপের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির তীব্রতা এবং স্থায়িত্ব। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার থেকেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আরও বাড়বে বৃষ্টি।
Be the first to comment